শীতকার অভিমান ভাঙাতে তোমার শরীর উঠে চুলায়
মানুষ আগমনের সামান্য লুলোভ পথের লোভে
কথা ও স্বাদেরা চেটে-পুটে খায় জলের বন্ধন।
পাপ -পূণ্যে অগ্নিত সেই যুদ্ধে হাসে অপরূপ অদৃশ্য
মাটির গোলক মেপে তবুও ফিরে - ব্যর্থ অশ্বের মানচিত্র
কে আছ? পাখিরে ভুলাতে পার স্থায়িত্বের গানে।

পড়শির ঘর জানালা বীজ বপনের দায় ভাড়ে
আবারও সাঁতরায় স্বপ্নের নৈঃশব্দে
বৈপরীত্যের আদিম পাঠের মাঠে মাঠে....