এক সূর্য পাঠের পৃথিবী আমার,
আমাকে কেন বেঁধে রাখতে চাও ভৌগলিক সীমায়
সব দেশ আমার আমি সব দেশের
কাটাতার ভেঙে আলো বাতাস যেমন
ঘুড়ে বেড়ায় মাঠ-প্রান্তর সবখানে
আমারো চাই এমন একটি মানষ স্বাধীনতা
আমার খাবার পৌছে যাক সবার ঘরে
ধনীর স্টক থেকে আমার পেটও হোক শান্ত
পৃথিবীর মনচিত্র থেকে সীমা রেখা তুলে দিয়ে
একই সমতলে ছড়ে যাক- ফসলের সমতা
সুখ ও দুঃখের সমতা- মানুষের সমতা।'