এমন যুগে হায় দিয়েছি পাড়ি
বাচ্চার ভয়ে বৃদ্ধ পালায়
পুরুষ শোষিতে আজ
ব্যস্ত নারী।
বৃদ্ধের মস্তক নমীত আজ
আবালের কাছে
ভাইয়ের নাম শুনিতে তেঁতো
বন্ধুরে কাছে যাচে।
স্ত্রীর সুখে একঘরে পতি
ভালোনা মায়ের বকবকানি
বোনটির যত আচরণ খারাপ
বউ যে আমার গুনের রাণী।
অফিসের বস যাই হোক না কেন
বলতে হবে " হ স্যার জি স্যার"
নইলে বাবু প্রোমোশনে বাঁশ
হতেও পার কেল্লা পাড়।
জ্ঞানীরা আজ পাগল যত
অধমের গলে জ্ঞানের মালা
সেই পরম বন্ধু হয়
এক হাতে মধু যার অন্যতে গরল পেয়ালা।
সুখের রাজ্য চক্রটানে
কুচক্রি হয় রাজা
অপরাধী যত পার পেয়ে যায়
নিরাপরাধে পায় সাজা।
সততার মুখে ছাই পড়েছে
মিথ্যাই সুনামের বোল
দুষ্টজনের মিষ্টি কথায়
কেড়ে নেয় অভাগির কোল।
কাম সুধায় বাবু হৃষ্ট হয়ে
রজনী করে পার
প্রভাতে বলে "উচ্ছেদ করো আছে যত
গৃহ পতিতার"।
জনগণ যা চাক না চাক
রাজা বলে এটাই গণতন্ত্র
কিভাবে জনের করবো শাষণ
আছে জানা বেশ মন্ত্র।
প্রকৃতির কথা বলবো কি আর
পৌষে বর্ষন ভারী
আষাঢ়ে নদী চৌঁচির হয়
ফাঁকা হয় কিষানের বাড়ি।