জীবন যুদ্ধের নানা রংয়ের ভাজে আমি ক্লান্ত পথিক
দেখি আনমনে কত আধফোঁটা রজনী, নোনাজলে ভাসা চোখ
দেহের বাঁধনে আবৃত্ত অস্থির প্রাণ
মেঘে ঢাকা অনাগত গোধুলি, উঁকি দেয় চাঁদ অস্পষ্ট যুদ্ধে।
এখানে আমার না বলা অস্পষ্ট কথাগুলি বুকের পাঁজর ভেদ করছে নিয়ত।
কোন পাত্রে ঢালবো এত তপ্ত শ্বাস
বয়লালের টগবগে জলের মতন ঢেউ তুলছে আঁখিজল।
বঞ্চিত সব নির্বাক কথাগুলি না বলাই থেকে যায়
লুট হওয়া কিশোরীর স্বপ্নভাঙার কথাগুলি চোখকে ঠাঁই করে নিয়েছে
বিজিত স্বপ্নের কথাগুলো অর্ধনগ্ন মূর্তির মাঝেই ঠাঁই পেয়েছে,
নমিতে অস্থির দিবস গুনে।
আঁধার কাটাতে কলম যোদ্ধাদের কথাগুলো পাতার ভাজেই স্তূপিত,
শুধু একটি লাইব্রেরীর রূপ পায়।
এখানে আমার কথাগুলো হয়তো স্তূপিত থাকবে
অতল গহীনে বেওয়ারিশ হিসেবে।