মাগো!
একটি ভাষা আমায় দাও
যে ভাষায় তোমায় ডাকি প্রাণ ভরে।
দেখোনা মা আমি কত সুন্দর করে তোমায় ডাকি।

ভয়ার্ত মা! ভাষাহীন মা!
চেপে ধরে শিশুর চিবুক
কেন এত দাবী? বেঁচে থাক নিশব্দে।
প্রাণ হারাবি?

তেঁজে গর্জে ভাষা পাগল
আমি কথা বলতে চাই, চাই স্বাধীনতা
ওরে কঞ্জুস চালা গুলি, বুক পেতে দিলাম
মায়ের ভাষায় রক্ত ঢেলে দিলাম
অম্লান রবে জানিস শেষ সূর্যের তেঁজে।