আমি তোমায় ভালোবাসি
বড় ভালোবাসি
খুবই ভালোবাসি
প্রাণের চেয়েও বেশি
সবার চেয়ে বেশি
আমি তোমার জন্য-
মরতে পারি
লড়তে পারি
গড়তে পারি
ছাড়তে পারি
পাড়ি দিতে পারি
খুন করতে পারি
আমি তোমার জন্য ঘর বানাবো
আকাশে
বাতাসে
পাহাড়ের চূড়ায়
গাছের ডগায়
পাথারের গভীরে
আকাশের নীলে
আমি তোমার জন্য ফুল ফোঁটাবো
পাথরে
সাগরে
পুকুরে
বিলে
ঝিলে
বোয়ালিয়া খালে
(এবার নিজের সাথে আড়ি)
যদি আমায় ভালো না বাসো-
আমি ফাঁসি দিবো
বিষ খাবো
সমুদ্রে ঝাপ দিবো
রেল লাইনে যাবো
গাড়ির তলে পড়বো
(এবার তার সাথে আড়ি)
তুমি আমায় ভালো না বাসলে
তোমার গায়ে এসিড দিবো
তোমাকে নির্যাতন করবো
তোমাকে কিডন্যাপ করবো
তোমার বাবাকে খুন করবো।
হায় সবই ভালোবাসার জন্য-
কিন্তু নিজের জন্য? হা হা হা.........“মৃত্যু”