জীবন পাতার ভাজ উল্টাতে উল্টাতে
অনেক দূরত্বে এসে-
কখনও কখনও সুখের ছোঁয়ায়
কখনও নেশার ঘোরে আবদ্ধ, আবিষ্ট হয়েছি।
এ পথ চলতে চলতে-
কখনও হন্তারকের বলিষ্ট কব্জায়
কখনও পাষন্ডের রাঙ্গা চোখে
কখনও বা অজানা যুদ্ধে মেতে
হামাঘুরি দিয়ে চলছি।
এ পথ এমনই মেঘাচ্ছন্ন, বিদ্যুৎপিষ্ঠ যে,
এর ভাঁজে ভাঁজে অজানা ভয়
অমানিশার ঘোরে ভয়ার্ত রজনীর উঃ উঃ ধ্বনি
তবুও ভোরের খোঁজেই একফোটা তৃপ্তির ঘুম।
জানি, এখানে ক্ষুদা, নেশা, মোহ যেমনি আছে
তেমনি মৃত্যুভয়ও আছে
এখানে আবার চোখহীন পথ চলা যায়
কিন্তু, চোখের অন্তরালে যে বুভূক্ষের চিৎকার
আশ্রহীনের আহাজারি তাও তো বিঁধে।
(তবুও) আবেগে আপ্লুত নই,
জীবনের কটাক্ষরূপেও নই
আবার অবশ হাতেও থাকতে পারিনা
নজরে বাঁধি কারো হাতবেরি, কারো হাততালি।
চলছিতো, কখনও মধ্যাহ্নের ভানুতেঁজে ঠাই স্থির
দেখি, আহা!
একফোটা নোনাজল পড়ার ভয়ে
শুকনো পাতারাও মরমর রবে কাঁদে।
আবার ভাবি, জীবনতো এমনটাই
ক্লান্তিতে যার থামা নেই,
পিছনে সংসার ড্রেজারের চাপ
আবার এখানেই সুখের সর্বোচ্চ তৃপ্তি।
জীবন তো এমনটাই!!!!!!!!