বিবেককে আমি প্রশ্ন করি
তুমি কোন দল করো?
বিবেক আমায় উত্তর দিলো
বদলের হাত ধরো।
বিবেককে আমি প্রশ্ন করি
পক্ষ নেব কার?
বিবেক আমায় উত্তর দিলো
শুননা ওই বুভুক্ষের চিৎকার?
বিবেককে আবার প্রশ্ন করি
দীক্ষা নেব কী?
বিবেক বলে সঙ্গী করো
কলম খাতা ক্রন্দিত মানব বৈকি।
বিবেককে আবার আওরে বলি
কেন এত অভিমান?
বিবেক আমায় উত্তর ছুড়ে
সবাই যে বেসামাল।
তবে আমি কার হবো?
বিবেক বলো আমায়
মজলুম তোমায় সঙ্গী পাক
তোমার কলম খাতায়।
আবার বলি বিবেক, সত্য পড়ছে মুখ থুবরে
মিথ্যাই যে জগৎ সেরা?
বিবেক বলছে সত্য আছেই বলে দেখো
সুন্দর এ ধরা।
বলি বিবেক তবে কেন
কাঁদছে অসহায়?
বিবেক বলছে দেখো তুমি
সত্যের ইতিহাস চির অক্ষতই রয়।
বলছি আমি তবে বিবেক
পথ দেখিয়ে দাও
বিবেক বলছে ওরে অধম
কলম খাতার সঙ্গে যেন চোখ দুটি খোলা রয়।