আশায় বুক বেঁধে এক মেহেদি রাঙ্গা নারী
দীর্ঘ অপেক্ষায়, আসবে হবুবর বাড়ি।
চোখে স্বপ্ন গাঁথা সাজাবে নতুন ঘর
মনে আল্পনা আঁকে কীভাবে বরণ করবে বর।
সখিরা সব দুষ্টোমিতে স্বপ্ন দেখায় চোখে
লাজে আপ্লুত বধু ঘোমটা পড়া মুখে।
টুকটুকে বাহারি বসন গোলাপ গন্ধ ছড়ায়
আমি একাই মহারাণী আপন এ ধরায়।
হেনোকালে কুলক্ষ্মী কাক একি বলে হায়!
নাকের নথ খুলো ওগো তোমায় নাহি মানায়।
কাঁদে বধু গায়ের বসন ধুমড়ে মুছড়ে পরে
বিলাপে স্বজন, সকল বাদল ধারা ঝরে।
এ পারে কাঁদে মেহেদি ও পারে স্বজন
আর কত কাড়বি স্বপ্ন; আর কত জীবন?
১৮ সেপ্টেম্বর, ২০১৬
৩ আশ্বিন, ১৪২৩
(গত কালের ঘটনা অবলম্বনে)