কুয়াশা ভেজা আবছালো বিলির পথ পেরিয়ে
                                         অনেক দূর
কনকনে শীতের পরন্তবেলায় সরষে ফুলের মাঝে
                                          মেঠোপথ
অরন্যের বুক ছিড়ে একটু রৌদ্রের উকি
                                        মুক্তদেহ সূ্র্যের অভিমুখে
কৃ্ষাণের সবুজ যুদ্ধে  লাঙলের ফলায় চিরে
                                         সবুজের সমারোহ
আলের বলদ দুটি শুকনো খড়ের মাঝেই বিভর
                                        আধমরা হাসি
অনুক্ত ভাষা স্মৃতির পলকে অশ্রুসিক্ত নয়ন
                                         জীর্ণদেহি নারী
বুঝিনি আজও বুঝিনি, জানতে গেলে দু'ফোটা অশ্রুই
                                         তার দয়ার দান
শুধু এ টুকুই শুনেছি কোনো যুদ্ধে হারিয়েছে তার
                                         বুকের মানিক ধন।