এখন হলো ডিজিটাল যুগ
ইট পাথরের ঢাকা
আমি হলাম পুরান মডেল
আধুনিকতায় ফাঁকা
ভিআইপি যায় রাস্তা ব্লক
ঘন্টা খানেক বাকি
সাধারণের কী দাম আছে
মুছলে কষ্টে আঁখি?
কোনো মতে পৌঁছলেও অফিসে
তিন দিন হলো লেট
“আরেকদিন তোমার লেট
বন্ধ হবে অফিস গেইট।”
আত্মাটা মোর শুকিয়ে আসছে
বাড়িয়াল আসছে তেড়ে
কয়টা টাকা মাইনে পেলাম
নেবেই এখন কেড়ে।
ছেলে কান্দে নতুন জামা
দিতে হবে কিনে
বউয়ের এবার আড়ি আছে
যাবে না বাড়ি নতুন শাড়ি বিনে।
ধার করলাম কয়টি টাকা
বন্ধুকে ফেরত দিব বলে
দিতে হবে এ মাসেই
নইলে মান যাবে চলে।
৩০ দিনের মাসটি বলো
চালাবো কী করে?
বাজারের দাম শুনলে কী আর
আক্কেলেতে ধরে।