তুমি বল বৃষ্টি?
আমি বলি না, এত অম্বর কাঁদে
কাদবে না? সবুজ বৃক্ষ কেঁটে পাহাড় সাপাই কর
কাঁদার কী কেঊ তার আছে?

তুমি বল বন্যা?
আমি বলি না, এত বারি তেঁড়ে আসে
আসবে না? তুমিতো ঠায় দাঁড়িয়ে আছো
মা তরঙ্গিনীর বুক চেপে।

তুমি বল বানভাসী?
আমি বলি না, এরাতো করুনার  প্রতিকে আছে
দেখো না? কেমন রাজনীতির খেলা হয়ে
মিডিয়াতে আসে।

তবে
কেন ঠাই হয় কবির কবিতায়?
বলি,
কত হাহাকারী জল যে বয়ে যায়
এ ভাঙ্গা  হৃদয়টায়।