আজ বাদলের ছুটি দিলাম
তার জলে আর নাইবোনা
কদম হিজলের বুক ছিরে আর
ফুলগুলি তার আনবোনা।

থাকনা পরে ডাহুক ছানা
কেয়া বনের ঝোপে
দরকার কি আর মাছ ধরা
বরশির লোভের টোপে।

ঘরের পিড়ায় গর্তের ভিতর
মাছরাঙ্গাদের ছানা
ধরতে যাছনে বলছি তোদের
করছি তোদের মানা।

রুমঝুমাঝুম বৃষ্টি যত
পড়ুক টিনের চালে
মাকে বলছি অভিমান নাই
বারো ভাজা না জুটুক আজ গালে।

বীজ ধানের খই ভাজাতে
চুলোতে ভির করব না
আউশ ধানের চিড়া ভাজায়
ঢেকির ধাপুর ধুপুর সইবোনা।

তাল পড়ার ভয় মাথায় এখন
একেবারেই নাই
আমরা কী আর তালের রশের
মিষ্টি পিঠা খাই।

মায়ের তো নাই কোনো ভয়
রাত জাগানো জ্বরে
এখন আর ঠান্ডা জলে ভিজি নাকো
থাকি লক্ষ্মী সোনা হয়ে ঘরে।

মায়ের হাতের বাঁশের টনি আজ
ঘরের চালে নেই খোঁচা
হয়েছি মা অনেক বড়
করতে পারি যা ইচ্ছা।
১৩/০৮/১৬