দুই চোখে স্বপ্নের জাল বুনেছি,
হৃদয়ের খাঁচাটা রেখেছি খুলে।
হাজারো আল্পনা হয়েছি রঙ্গীন,
তুমি আসবে বলে!

রবিবার তোমার আসার দিন,
তাই রজনিগন্ধা এনেছি তুলে।
রক্তজবাও লুকিয়ে মৃদু হাসছে,
তুমি আসবে বলে!

হৃদয়ের সীঁতার আর তবলা,
একই সাথে বাজে সুর তালে।
বসন্তের কোয়েল সুর তুলেছে,
তুমি আসবে বলে!

সাতটি দিনের মধ্যে একটি দিন,
যেদিন তুমি আসো মোর কোলে।
চাতক পাখির মত চেয়ে থাকি,
তুমি আসবে বলে!

   ............ ***............

...........................
কবিতাটির প্রাসঙ্গীকতাঃ-
কবির প্রিয়তমা জীবন সঙ্গীনী চাকরি
সুত্রে অন্য জায়গায় থাকে, তাই কবির
সঙ্গে সব সময় থাকতে পারে না।
সপ্তাহে একটি দিন রবিবার ছুটির দিনটিতে
শুধু কবির স্বজনি কবির কাছে আসে এবং সঙ্গে থাকে,
তাই এই দিনটিকে নিয়ে কবির হৃদয়ে যে উচ্ছাস তাই
পরিস্ফুটিত হয়েছে এই কবিতায়।