এ জগতে হায়, সবাই তোমায় শুধু চায়।
কেউ তোমায় পায়, আর কেউ যে হারায়।
                তুমি করো গোটা জগতের কারবার,
                পয়সা রে তোর পায়ে নমস্কার !

তুমি নিয়ে আসো সুখ, ঘুচিয়ে দাও জীবনের সব দুখ।
তুমি যে হাসির ফুলঝুরি, মানব জাতীর দৈত্য চক্রধারী।
                তুমি যে বড়োই আপন সবার,
                পয়সা রে তোর পায়ে নমস্কার !

এ জগতে আছে শুধু তোমার সম্মান ,
তুমি ছাড়া মানব জাতীর বড়োই অপমান।
                বাঁচতে হলে এজীবনে তোমার দরকার,
                পয়সা রে তোর পায়ে নমস্কার ।

যার কাছে আছো তুমি সেই বড়ো দামি,
তুমি ছাড়া এজীবনে মূল্যহীন আমি।
                তোমায় শুধু সালাম করে মানুষ বারবার,
                পয়সা রে তোর পায়ে নমস্কার !

চলছে জগৎ, চলছে মানুষ তোমার সন্ধ্যানে,
আপন পর যায় যে ভুলে তোমার আগমনে।
                তোমায় পেতে সবাই তাই করে হাহাকার,
                পয়সা রে তোর পায়ে নমস্কার !

তোমায় ছারা মানব জাতীর কোন গতি নাই,
তোমায় পেতে তাইতো দেখি ভাইকে মারে ভাই।
                তুমি হলে মানব জাতীর শ্রেষ্ঠ হাতীয়ার,
                পয়সা রে তোর পায়ে নমস্কার !

                           ----------