আঁধার শেষে এই আকাশে চাঁদ উঠেছে,
সাদা পাতার মোর হৃদয়ে দোল লেগেছে।
আলো ছারাই মোর বাগানে ফুল ফুঁটেছে,
ছাউনি ছাড়া ভাঙ্গা ঘরে প্রিয়া এসেছে।
দঃখে ভরা এই সাগরে থামল বুঝি ঢেউ,
দুখির ঘরে পড়ী আসবে বুঝেনিতো কেউ।
পাঁকে ভরা ডোবায় হল পদ্মাবতীর আগমন,
মোর বেদনায় ছল ছল প্রিয়র দু-নয়ন।
শুঁকনো গাছের গোরায় এল ঝর্ণার জল,
বন্ধ্যা গাছে এলো শেষে মিষ্টি মিষ্টি ফল।
শস্য হীন মোর গোলাতে উড়ে এলো ধন,
আকাশ থেকেও বড় হবে মোর প্রিয়ার মন।
লতা হীন বনে বুঝি হরিণী এলো উড়ে,
ছেঁরা তারের সিঁতার মোর বাজে সুরে সুরে।
রং হীন জীবনে মোর এলো রামধনুর আলো,
বিষাদ ভরা সাগরটা মোর প্রিয়ার অজান্তে ছিলো।
তৈল হীন প্রদ্বীপেতে আলো জ্বলেছে,
শুঁকনো নদীর মোহনাতে জোয়ার এসেছে,
অচল তরী চলবে এবার আশা নিয়ে পাল তুলেছে,
ব্যর্থ জীবনে শক্তি দিতে মোর প্রিয়া এসেছে।
............... *** ...............