বিশ্ব মাঝে ঘুরতে গিয়ে দেখতে পেলাম আমি,
সকল দেশের শ্রেষ্ঠ জাতী আমার মাতৃভূমি।
এমন দেশের খোঁজ পাবে না বিশ্ব মাঝে তুমি,
এই দেশেতে জন্ম নিয়ে ধন্য হলাম আমি।
সে যে আমার মাতৃভূমি।।
রুপ কথার এই দেশটি আমার যেন পড়ীর দেশ,
চারিদিকে রঙ্গীন আভা, পুষ্পে ভরা, গুনের নাইকো শেষ।
এমনি মোর দেশ।।
উন্নতি আর শক্তিতে যে দেশটি আমার আগে,
তাই তো সবাই বুদ্ধি নিতে পিছন পিছন ভাগে।
নব আশা জাগে।।
সকল জাতের মানুষ হেথায় পেয়েছে যে ঠাঁই ,
হিন্দু, মুসলিম, শিখ, ইশাই সবাই ভাই ভাই।
মনে শান্তি পাই।।
দেশের মাটি বড়োই খাঁটি মোদের অন্নদাতা,
এদেশেতে ছাতার মতো আছেন বিধাতা।
যিনি মোদের শক্তিদাতা।।
কভু যদি কোন জাতী করে আক্রমন,
কাঁধে কাঁঁধ মিলিয়ে সবাই, তাকে করবো যে দমন।
মোদের এটাই সংগঠন।।
বিশ্ব মাঝে ঘুরতে গিয়ে দেখতে পেলাম আমি,
সকল দেশের শ্রেষ্ঠ জাতী আমার মাতৃভূমি।
এমন দেশের খোঁজ পাবে না বিশ্ব মাঝে তুমি,
এই দেশেতে জন্ম নিয়ে ধন্য হলাম আমি।
সে যে আমার মাতৃভূমি।।
.......................................