আকাশের তারারা উঠবে যখ্ন,
গজল তোমায় নিয়ে লিখবো তখন,
তুমি ফোটা যে কমল,
তুমি আমারি গজল।
জানিনা বিধাতা তোমায় কি দিয়ে গড়েছে,
জমা ছিলো যত রুপ বিধাতার দু হাতে -
সব-ই তো উজার কোরে তোমাকে দিয়েছে।
আকাশের তারারা উঠবে যখ্ন,
গজল তোমায় নিয়ে লিখবো তখন,
তুমি ফোটা যে কমল,
তুমি আমারি গজল।
চাদের গায়ে যবে লাগে গো গ্রহণ,
চাদো তোমায় শুধু কোরে যে স্মরন,
চাদো তোমার রুপের আলো যে পায়,
দেখিয়া হুরেরাও পরে লজ্জায়।
আকাশের তারারা উঠবে যখ্ন,
গজল তোমায় নিয়ে লিখবো তখন,
তুমি ফোটা যে কমল,
তুমি আমারি গজল।
ফুলে ফুলে যত রং ছড়িয়েছে হায়,
তোমার রুপের কাছে সবই যে হারায়।
পদ্ম ফোটা চোখে চোখ রাখা দায়,
মতি মাখা হাসিতে মন যে হারায়।
আঁধার যতই হোক পৃথিবীতে হায়,
জোনাকির ঝলকানি তোমারই গায়।
আকাশের তারারা উঠবে যখ্ন,
গজল তোমায় নিয়ে লিখবো তখন,
তুমি ফোটা যে কমল,
তুমি আমারি গজল।