ফুল বাগানে ফুল ফুঁটেছে মধু খাবে কে,
মধুর আশায় রং তামাশায় বহু ভ্রমর ছুটেছে।
কেউবা ধনি, কেউবা গুনি কেহ আপনজন,
সুযোগ পেলেই ভন্ড ভ্রমর করবে যে হরণ।
এটাই ভেবে ফুলের মালি সজাগ থাকে সদা,
পিঁপড়ে, মাছি, বোলতা এলেও ঢুকতে তাদের মানা।
দিনে দিনে ফুল পাঁপড়ি ছেরে ডাগর-ডোগর হয়,
চালাক মালির বাঁধা নিষেধ আরো বেশি রয়।
ফুল যে কখন কোন ভ্রমরের গান শুনেছে কানে?
পিড়িত মাখা গান শুনে হৃদয় গেছে গলে।
মালি যখন নিড়ান দেয় বাগিচার ঘাসে,
ফুলের মধু তখন খায় ভ্রমর হেসে হেসে।
মালি ভাবে ভালোই আছে মোর বাগানের ফুল,
নিজ স্বার্থে রাখবো ভালো বংশ জাতির কুল।
মালির এখন ভুল ভেঙ্গেছে পিড়িত বাণের ঝরে,
ফুলকে যে ভ্রমর মশাই নিয়ে গেছে উড়ে।
............... ** ...............