মন পাখি মোর উড়ে বেরায়,
দ্বীপ দ্বীপান্তরে।
চাঁদের বুকে ঘর বানায়,
দুঃখ রাখে দুরে।
মন পাখি মোর মাতাল হয়ে,
ঝর্ণা হয়ে ঝরে।
পাহাড় চুড়ায় লাফিয়ে উঠে,
সুখকে আপন করে।
মন পাখি মোর রাঙ্গা চোখে,
রামধনুতে মিশে যায়।
তারার মাঝে ঝিলমিল করে,
দুঃখ নাহি চায়।
মন পাখি মোর বাতাস হয়ে,
মনের সুখে উড়ে।
সবাইকে সে ভালোবাসে,
গানের সুরে সুরে।
মন পাখি মোর বাদশা হয়ে,
সিংহাসনে বসে।
ফুলের সাথে গল্প করে,
খিলখিলিয়ে হাসে।
মন পাখি মোর জোয়ার হয়ে,
নাচে সাগর জলে।
সুখকে শুধু বিলিয়ে বেরায়,
দুঃখ যায় ভুলে।
মন পাখি মোর ভ্রমণ করে,
দেশ দেশান্তরে,
আনন্দকে গলায় বেঁধে,
সুখের গান করে।
বাস্তবেতে মন পাখি মোর,
দুঃখে আছে ডুবে।
কষ্ট ময় জীবন তাই,
সুখের স্বপ্ন ভাবে।
মন পাখি মোর বোঝে না কেন?
সুখদুঃখ মিলে জীবন খানি।
সুখের সাথে দুঃখ থাকে,
এটাই বিধির বাণী।
মন পাখি তোর আসবে দিন,
হাসবে ভোরের রবি।
আজকে তোর দুঃখ আছে,
কালকে সুখ পাবি।
********