অনুপমা বষার মৌসুমে
ঘাস ফড়িং হয়ে দেখা দেয়।
দু'পায়ে ভরকরে লাফিয়ে লাফিয়ে
কচি দূবালার মাথা কেটে খায়।
প্লাবগের মত মাঠের পর মাঠ
পেরিয়ে, তেপান্তরে যাও।
বিস্তৃন সবুজ প্রান্তর তোমায় ডাকে
এত নিষ্ঠুর হয়ো না পেছন ফিরে চাও।
অনুপমা তুমি ফিরে এস
সবুজ ছেড়ে আকৃষ্ট হয়ে নীলে
যেয়ো নাকো আর সম্মুখ পানে।
দেখ না তেপান্তরের বিল!
ফিরে এস সবুজের প্রিয়া
গেয়ে যাও সবুজের গান।
যদি নীল আকাশের স্বেত পৈরী
হতে চাও। গাও সবুজের গান।
অনুপমা সকল অনুনয় ফেলে
ছুটে চলে যায় অসীমের পানে,
যেখানে মিতালী হয়েছে সবুজ আর
নীলের আপন ধ্যানে।
একশত বছর কেটে গেল
অনুপমা ফেরেনি তার প্রিয়জনের বুকে
ঘাসফড়িং হয়ে ছুটে চলে গেছে
ঘাসফড়িং তাই ফেরে নাকো
সবুজের সুখে।