গগন জুড়ে ডানা ঝাপটে
আগলে আছে শকুন,
ছায়া দিচ্ছে পালক মেলে
বোঝনি তার গুন।
ভাবছ বুঝি এমন ছায়া
দেয়নি কেউ আগে,
আমি ভাবছি কেমন করে
চেতন তোমার জাগে।
একটু পরে ক্ষুধার জ্বালা
ধরবে যখন টান,
এক টানেতে বের করে নেবে
ক্ষুদ্র তোমার প্রাণ।
পালাও বাছাধন, পালাও বাছাধন
এখনও তোমার সকাল
দেখছনা আজ চারিদিকে কেমন
পড়ে যাচ্ছে অকাল।
শকুনে শকুনে ছেয়ে যাচ্ছে
সারা বিশ্বময়,
একটি শকুন ডানামেলে আছে
করেছে বিশ্বজয়।।