একদিন ঘুমায়ে পড়িবে আমি
-রেশম চাদর মুড়ে।
কুয়াশার স্বেত পৈরী পাবে না তো খুঁজে
শক্ত কচি সবুজ কাঁঠালের মুচি।
ঘোড়ার খুরে উড়বে না আর ধূলি
শান্ত হয়ে যাবে আষাঢ়ের কালমেঘ।
সমুদ্রের নীল জল বুঝি শক্ত হয়ে যাবে
নিঃশব্দে ঝরে ঝরে পড়বে আমড়া পাতা।
একদিন করবে না কেউ গীতাপাঠ
একদিন যদি ঘুমায়ে পড়ি অঘোর ঘুমে
একদিন যদি হারায়ে যায় কিছু।
একদিন হোছট খেয়ে আছড়ে পড় পরে
ব্যাথা নিও না - - - একদিন ---একদিন।।