বিকেলের শান্ত নদী
নদীর এ পাড়টা সবুজ মাঠ -শুধু দূবলা আর দূবলা
একটি অন্যটির, অন্যটি আরেকটির উপর।
মনে হয় যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা সৈনিকগন
তাদের প্রিয়জনকে আলিঙ্গন করছে।
আর ওপাড়টিতে শুধু সারি সারি ধান আর ধান।
এ যেন বিশাল জনসভার ময়দান,
সকল স্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে অমর বানী শুনছে।
শুধু মাঝে মাঝে মৃদ্রু বাতাস দোল দিয়ে যায়।
মাঝ বরাবর হেঁটে এসেছে শান্ত নদী।
দুপুরের উত্তাল কিশোরী নদী
সময়ের ছাপ নিয়ে এখন বিকেলের শান্ত নদী।
বুকের তরঙ্গে নেই উচু উচু ঢেউ,
নেই চিকিমিকি আলোর খেলা।
শুধু দেখাযায় অকৃত্রিম সম্পূন আলোর দেবতা।
ডিমের কুসুমের মত সে ছায়া।
দুপুরের সোনালী চিল নেই, উড়ে না তার বুকে
শুধু উড়ে যায় দু একটা সাদা বক
তবুও নামে না তার বুকে, পাছে সন্ধা হয়
বিকেলের শান্ত নদী-স্বচ্ছ জল।
কল কল শব্দে ডিঙ্গি নৌকা বেয়ে চলে যায়
দু'এক মাইল দূরে••••••••••••
হাত দিয়ে ছুয়ে দেখে ছমছমে জল।
বিকেলের শান্ত নদী
চেয়ে থাকে ডাগর ডাগর চোখে।।