হে সুন্দর-
কোন স্বর্গ হতে তুমি এসেছিলে
আমার হ্রাদয়ে, আমার আমাতে?
যবে এসেছিলে দিয়েছিলে আলো
মনের শূন্যতা পুরায়ে রুধিয়াছ আধার,
তবে কেন আবার চলে যাও দূর পরবার?
সুন্দর নিরুত্তর,
দিগন্ত হতে আসিল ভাসি-
আমি যুগে যুগে আসি, তুমি আস বলে।
তাই বুঝি প্রানের স্পন্দনে
তুমি নাও যেমন আমায়, আমি তোমায়।
যেথা গান থেমে যায়
দীপ নেভে হায়,
মিলনের নিশিভোরে যদি মনে পড়ে
সেথাই খুঁজিও মোরে।
আমার এই যাওয়া নহে প্রস্থান
তোমার তৃষ্ণায় আমার চিরস্থান।
তোমাতে আমার সহ আবস্থানে, আমি চির আম্লান।
ভালো না বাসিতে হ্রাদয় শুকায়,
বিষজ্বালা মোর হেথায়।
১৮/০৩/২০০১