নীল আকাশে উড়বে পাখি,
স্বপ্ন আমার থামবে নাকি?
রোদ্র ছায়ায় পথ যে চলে,
সফলতার গান সে গায়ে চলে।
সাগর ডাকে ঢেউয়ের তালে,
যেতে হবে দূর সে কূলে।
অন্ধকারে হারাবো না,
আলো খুঁজার আশা মানা।
মেঘের গায়ে রংধনু হাসে,
স্বপ্ন আমার রবে না বসে।
পরিশ্রমে কাটবো পথ,
সফল হবো একদিন রথ।
ভরসা আছে মনের মাঝে,
জয় যে হবেই, থাকবো সাজে।