সূর্য উঠে সোনার রথে,
আলো ছড়ায় চারদিকে।
নদীর জলে ঝিলিক ঝড়ে,
সোনার আলো ঘর দুলে।
বাতাস এসে গান গায়,
গাছের পাতায় নাচন ছায়।
পাখির ডাকে জাগে মন,
সুখের সুরে বাজে ধন।
ফুলের বনে সুবাস মেশে,
তিতলি ওড়ে রঙিন বেশে।
এমন ভোরে স্বপ্ন জাগে,
নতুন কিছু পাবো আগে।
হাসি খুশি রবে মনে,
ভালোবাসা ছড়াই বনে!