তোমার চোখে দেখি নদীর ঢেউ,
সন্ধ্যা নামে, জোনাকি জ্বলে—
আমি হারিয়ে যাই তোমার মাঝে,
শেকড় গাঁথা মাটির কোলে।

তোমার হাসিতে শিষ দেয় বাতাস,
কাননে ওঠে কোকিল সুর,
আমার পল্লী, আমার স্বপ্ন,
তুমি যে তার মধুর সুর।

চলো, যাই সেই মেঠো পথে,
যেখানে চাঁদ হাসে গোপনে,
তোমার ছোঁয়ায় জীবন জাগে,
নদীর স্রোতে, ভালোবাসার সনে।