তোমার হাতে লাল এক ফুল,
বলে দিতে চায় যত ভুল,
শুধু তোমায় ভালোবাসি,
স্বপ্ন দেখি রঙিন রাসি।
চোখের মাঝে জোছনা ঢালে,
তোমার হাসি রোদ্দুর জ্বালে,
শব্দ খুঁজি মনের কোণে,
ভালোবাসা গোপন তো নয় বনে।
আজকে তাই খুলে বলি,
হৃদয়খানি তোমার তলে ঢালি,
নেবে কি তুমি এ গোলাপখানি?
হয়ে যাবে কি আমার রানি?