তুমি বলেছিলে ফিরবে,
শুধু একটুখানি দেরি হবে,
আমি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম,
পথের ধুলোয় নাম লিখে রেখেছিলাম।
সন্ধ্যে এল, রাতও এলো,
তারারাও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল।
আমি জেগে রইলাম একলা,
শুধু বাতাসের ফিসফিসানিতে শুনতে পেলাম—
তোমার প্রতিশ্রুতি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে।
তুমি কি বুঝতে পারো?
আমি প্রতীক্ষার অনলে পুড়ছি,
আমার বুকের রক্ত জল হয়ে গেছে,
তবুও তুমি ফিরে আসো না!
এতটা নিষ্ঠুর কেন হলে তুমি?
ভালোবেসে দুঃখই যদি পেতে হয়,
তাহলে কেন বলেছিলে,
“তোমাকে কখনো ছেড়ে যাবো না”?
আজ রাগে আমার আকাশ কালো,
কষ্টে আমার হৃদয় ফেটে চৌচির,
বিরহে আমি ছাই হয়ে গেছি—
তুমি তবু নির্বিকার,
অন্য কারো হাত ধরে হেসে উঠছো!
কিন্তু শোনো!
একদিন এই রাতও কাঁদবে,
এই বাতাসও চিৎকার করবে,
তুমি যখন ফিরে এসে দেখবে—
আমি আর অপেক্ষায় নেই...!