ভোরের রোদ হাসে হেসে,
মাস্টার মশাই আসেন বেশে।
হাতে খাতা, বইয়ের ভার,
শিক্ষার আলো ছড়ান সবার।
স্কুলের মাঠে শিশুরা আসে,
তাঁর কথাতে মন যে ভাসে।
গল্প বলেন রাজার কথা,
শোনান বীরের জয়-ব্যথা।
"পড়ো, শেখো, জানতে হবে,
অন্ধকারে থেকো না ভবে।"
এমন কথা বলেন বার বার,
জাগিয়ে তোলেন হৃদয় দরবার।
ভুল করলে করেন শাসন,
তবু ভরা ভালোবাসায় মন।
হাসি মুখে শেখান সবাইকে,
কীভাবে চলতে হবে এই জগতে।
একদিন তিনি গেলেন চলে,
ছাত্ররা কাঁদে, মন যে জ্বলে।
তবু রয়ে গেলেন মনে প্রাণে,
শিক্ষার আলো তাঁরই দানে।
আজও যখন খুলি বই,
শুনতে পাই সেই কথা কই।
মাস্টার মশাই নেই যে পাশে,
তবু আছেন হৃদয় আশে।