জীবন যেন নদীর স্রোত, যায় না তাকে থামানো,
সুখ-দুঃখে ওঠে-নামে, সবারি পথ সামানো।

গাছের নিচে বসে থাকলে, ফল কি হাতে আসে?
পরিশ্রমেই মিলবে জয়, ঘাম ঝরাতে ভালোবাসে।

যে রাঁধে, সে তো চুলও বাঁধে, জানে কাজের মান,
হাত গুটিয়ে বসে থাকলে, মিলবে না সম্মান।

আপন ভালো তো জগৎ ভালো, রাগে কাটে না পথ,
অধৈর্য হলে পস্তাবে শেষে, কাঁটায় ভরা রথ।

দিন যায় কথা থাকে, মনে রেখো ভাই,
সততার আলোয় চললে, মিথ্যে ঝরে যায়।