চাঁদ উঠেছে আকাশ জুড়ে,
আনন্দ নাচে ঘরে ঘরে।
নতুন জামা, রঙিন আলো,
খুশির বার্তা দিলো পালো।
সুগন্ধ মেশে সেমাই তে,
মিষ্টি হাসি সবার চিতে।
সকালে মিলে কোলাকুলি,
ভালোবাসায় ভরে গলি।
দুঃখ যাক সব দূর হয়ে,
ঈদ আসুক সুখ বয়ে।
প্রিয়জনের ভালোবাসায়,
দিন কাটুক ঈদ হাসায়!