ধন্য সেই নারী,
নদীর জলে যেথায় ভাসে সোনালি ভোরের আলো,
নিভে যাওয়া প্রদীপ হাতে যে দাঁড়ায়,
তবু ঘরে আনে নতুন দীপ জ্বালো।

ধন্য সেই নারী,
যে নিঃশব্দে স্বপ্ন বোনে সংসারের কারিগর হয়ে,
সকাল-বিকেল, ধুলো-মাটির গন্ধে
নিজেকে হারিয়ে খুঁজে নেয় পরিচয়।

ধন্য সেই নারী,
যে চোখের জলে নদী বানিয়ে
অন্যের পথের কাঁটা সরায়,
নিজের ব্যথা চাপা দিয়ে
অগণিত মুখে হাসি ফোটায়।

ধন্য সেই নারী,
যার হৃদয়ে আগুন জ্বলে,
তবু সে দেয় ছায়া,
যে নিঃস্ব হয়েও হৃদয় ভরে
বিলায় ভালোবাসা মায়া।

ধন্য সেই নারী,
যার কোল আলো করে
নতুন পৃথিবী জন্ম নেয়,
যে নিজেকে বিলিয়ে দিয়েও
কখনো ক্লান্ত হয় না, কভু থামে না।

তাকে শত প্রণাম,
সে-ই তো জীবনের সুর,
সে-ই তো সত্যের দীপশিখা,
সে-ই তো ধন্য, পবিত্র, অমর।