নিশি পেরিয়ে ভোরের কূলে
সুরের মিঠে ছোঁয়া,
আকাশ জুড়ে রঙের মেলা
মনটি উঠল গোঁয়া।
আজ খুলে দাও হৃদয় দুয়ার,
ভুলে যাও সব ব্যথা,
দখিন হাওয়া মিষ্টি গানে
বুনছে সুখের কথা।

তরুণ রবি আকাশ পানে
হাসছে রঙিন আলো,
শিশির ভেজা তৃণে তৃণে
নতুন দিনের পালো।
ওগো সুন্দর, বুলবুল কাঁদে,
জাগো আজি প্রাণে,
মধুমাখা গীতের সুরে
ভরাও এই গানে।