শব্দ গাঁথি বাক্য করি,
নিয়ম মেনে ছন্দ গড়ি।
বিশেষ্য দেয় নামের স্থান,
বিশেষণ সে গুণের জান।

সর্বনাম যে নামে বদল,
ক্রিয়া জানায় কাজের সফল।
ক্রিয়াবিশেষণ বলে কবে,
কাজটি কেমন হলো তবে।

সন্ধি মিলে শব্দ গড়ে,
সমাস এনে অর্থ জুড়ে।
উপসর্গ যে আগে থাকে,
প্রত্যয় পিছে রূপটি রাখে।

কারক জানে বাক্যের খেলা,
বিপ্রতীপ আর যোগের মেলা।
বচন ধরে সংখ্যা জানায়,
পুরুষ চিনে বাক্যে সাজায়।

লিঙ্গ বলে রূপের ধারা,
সমাস মিশে শব্দ কারা।
বাক্য সাজাও শুদ্ধ বটে,
ব্যাকরণই ভাষার পথে!