একুশ এলো আবার ফিরে,
শ্রদ্ধায় ভরে দিলো ধিরে।
লাখো প্রাণের অর্ঘ্য দিয়ে,
বাংলা পেল ভাষার জয়ে।
রফিক, সালাম, জব্বার ছিল,
বুলেট খেয়ে রক্ত দিল।
মায়ের ভাষা রক্ষা করে,
গর্ব রেখেছে হৃদয় ভরে।
কাঁদে আকাশ, কাঁদে বাতাস,
শহীদদের স্মৃতির পাশে।
লাল সবুজের পতাকা বয়ে,
গাইব গান শহীদের তরে।
ফাগুন এলে ফুল ফোটে,
শহীদ মিনার মাথা তোলে।
কালো ব্যাজ আর মোমের আলো,
একুশ আমার গর্ব ভালো।
বাংলা মায়ের তরে যারা,
প্রাণ দিলো অকাতরে,
শ্রদ্ধা জানাই, নত হয়ে,
থাকবে তারা হৃদয় জুড়ে!