আজকে দিন স্বপ্নময়,
ভালোবাসার রঙ কারে যে কয়।
ফাগুন হাওয়া ছুঁয়ে যায়,
তোমার গন্ধ মনে ছায়।
লাল গোলাপে লেখা কথা,
তোমায় ছাড়া সবই বৃথা।
চোখের ভাষায় প্রেমের সুর,
হৃদয় জুড়ে বাঁধন পুর।
তুমি আকাশ, আমি তারা,
তোমার ছোঁয়ায় লাগে সারা।
তুমি হাসলে সূর্য হাসে,
আমার মনে ফুল ফোটে।
হাতে হাত, কাঁধে কাঁধ,
প্রেমের পথে তৈরি বাঁধ।
চলো থাকি পাশে সারাক্ষণ,
ভালোবাসা থাক সারাজীবন!