১৯৭১ সালে শত্রু বাহিনী
প্রবেশ করেছিলো দেশে,
তারাতো ছিলো না মানুষ
থাকতো পশুর বেশে।
কাউকে ধরে নিয়ে যায় দূরে,
কাউকে করে খুন,
অবশেষে স্বাধীনতার জন্য
শুরু হলো গুঞ্জন।


দেশের সোনার ছেলে রক্ত দিলো
করলো স্বাধীন দেশ,
কিন্তু সে স্বাধীন দেশের
আজ এ কোন পরিবেশ?
কেউ খুন হচ্ছে রাস্তায়
কেউ বা বাড়ির সাদে,
কত মা বোন নির্যাতিত হচ্ছে
দেশের মুক্ত বাতাসে।


যে দেশে চলে অন্যায় অবিচার
খুন খারাপী বাধাহীন,
সে দেশে কেমন করে আমরা
হতে পারি স্বাধীন?
তাইতো বলি রক্ত দিয়েও
হতে পারি নি স্বাধীন,
আমরা কি চির জীবন
থাকবো পরাধীন?

আমরা এ পরাজয় কি করে মানবো?
রাত পোহালে ভাবনা জাগে
আবারো যুদ্ধে নামবো।