আমি কি কবি দীবারাত্রি ভাবি,
না না ভাই আমি নই কবি।
অন্যেরা লিখেন কবিতা আমি পাঠ করি,
তাহলে আমি কিসের কবি?
কবি হলেন সেই জন যিনি লিখেন কবিতা,
লিখেন তাঁহার মনের কথা ভাবিয়া ভাবিয়া।
লিখি কবিতা আমি রাত্রি সকালে,
ছিঁড়ে ফেলি তা আমি বেলা বৈকালে ।
তাই তো বলি ভাই আমি একজন পাঠক,
পড়ি কবিদের লিখা কবিতা কতোক।
পাঠ করি তাঁদের কবিতা আর বসিয়া ভাবি,
আমি কি পারব হতে তাঁদের মত কবি?