জীবন মানে আশার আলো,
জীবন মনে ফুল ফুটালো।
জীবন মানে কর্ম করো,
নিজের মর্যদা নিজে গড়ো।
জীবনে যদি আসে ঝড়,
ভেঙ্গে দেয় তোমার ঘর।
তবে তুমি উঠে দাঁড়াও,
নিজের মর্যদা নিজে গড়াও
ভাবোতো একবার নজরুলের কথা,
সইলেন তিনি কতনা ব্যাথা
করে সবাই তাঁকে স্মরন,
চেষ্টায় তিনি গড়লেন জীবন।
সামনে তোমার জ্বলন্ত প্রতীক,
কেমনে নিভাও জীবন প্রদীপ?
ভয় না করো জীবন গড়ো,
তুমি অবশ্যই হবে বড়।