চারিদিকে শুধু রহস্যে ভরা মুখের ছিপি খুলতে
খুলতে প্রেমের দায় সারা।
মুখের হাসি দিয়ে যদি প্রেম বিলি করা যেত
সত্যি বলছি-
আমি হাসি আনন্দে মাতিয়ে রাখতাম সারা পাড়া।
একটা সময় আমি মানুষ হাসাতে ভালোবাসতাম
আবার ঐ সময় আমি আত্মঅনুরাগে কাঁদতাম ।
আর আজ -
আমি যখন নিত্যানন্দে হাসি মানুষ কাঁদে হরদম
কেমন রসম চারিদিকে শুধু রহস্যের সমাগম।
এ কেমন হাসি তোমার ভেতরে স্তব্ধ কান্না বিষম
আবার কাঁদিয়া হেসে বল ভালোবাসি তোমায় সুজন।
সেই থেকে-
প্রতিনিয়ত যতই হাসি প্রকৃতি ততই বৃষ্টি করিছে বর্ষণ।
সেদিন-
চোখের পাতায় কান্না ছিল কাঁজলে মাখা আলো
বোবা ভাষায় প্রতিনিয়ত আমায় ভাবতে ভাল।
আজ -কেন জানি রঙের প্রতিমা আমার ঘরে নাই
সু্যোগ খোঁজার ছলটি ধরে প্রেমের মালা পরায়।
আজো -দেখি চোখের সামনে মিষ্টি বদন তার
নিমেষহীন আখিপুঞ্জে স্বপ্নের ভুবনের বাহার।
দুঃখি মানুষ গুলো আজ় দুঃখি নয় সুখিরা ধরে ছল
দুঃখের মাঝেও সুখ মেলে যার বৈষম্য ঘরের চাল।
কুঁড়ে ঘরে সুখিরা থাকে দুঃখের শময়িতা তাদের মনবল
অট্টালিকায়ও সুখিরা থাকে নিয়ে রহস্যের মায়াজাল।