তোরা মরলে আমি বুঝতে পারবি আমার প্রেমের যন্ত্রনা ;প্রেমের জ্বালা সবাই বোঝেনা।
প্রেম করিতে আমি এলাম বাজারে, সেখায় সবাই দর-কষাকষি করে;
যত সব জটিল প্রেমের মিলছে দেখা সহজ প্রেমত মেলেনা।
যারে পেতে চায় আমি আপন করিয়া, সে থাকে নকল স্বভাব ধরিয়া;
কোন দিন পাব বন্ধুর দেখা আজো আমি তার অচেনা।
একযে ছিল রাজার কুমারী সে রূপে গুণে ছিল বাহারি ;
তাহার যতন প্রেমে মুগ্ধ হয়ে হারায়ছি নিজের ঠিকানা।
আজো আমি তার প্রেমের ভিখারি, প্রতিনিয়ত পোড়ায় ময়ূরী ;
আশার বাসনা করতে পূরণ তারেও পাওয়া হইলোনা।
যারে আজাদ ডাকে একেলা, সেকি আমার ডাক শোনেনা;
তাহার লাগি হয়ে বিবাগি ঘুরে বেড়ায় আনমনা।