প্রহসনে উড়াইয়া দিলি সব
ভাবলিনা পাগল
কাল হতে পারিস সাড়ে তিন
হাত কবরের শব।
ভাবরে ভাব-শিল্পির শিল্প তুই
নিজেই একজন
সময় হলে নামটি ধরে হিসাব
চাইবে মহাজন।
কর্মের বিচারে আজ যে তুই
হইস দেশের গর্ব,
অহংকার যদি করিস, এটাই
তোকে করবে ধবংস;
দংশিবে তব হয়ে বিষধর সর্প।
কি আর বলব মিত্র আর নাই
দুদিনের ধরাধামে,
অহমিকার নিকৃষ্ট বেড়াজালে
অল্প দামি প্রসাধনে।
বাঁজাই সবাই বিয়ের সানাই
আমি শত্রুতা করতে চাই
কুফরের সাথে,
কারণ আমি আর আমার নই।
যে দিল জীবন মান আমি
আজো ভাল করে
গাইতেও পারিনি তার শানে
নুযূলের শান।
যদিও সারা দুনিয়ার সাগরের
জলকে করে কালি,
তার দয়ার প্রসংস্যা লিখে শেষ
হবেনা ধর্মগ্রন্থ সাক্ষি;
বলেছেন আল্লাহর কত ওলি।
পাঠাল যে মালিক,
সেইত খালিক দৃষ্টি দিলামনা;
তার কৃপা ছাড়া মাটির দেহ
পোঁকাতেও খাবেনা।
দুদিন পরেই চলে যাব, ফিরতে
চাইলেও আসতে পারবনা;
কারণ ক্ষণস্থায়ী এই পৃথিবিতে
কিছুই থাকবেনা ।