তুমি যারে করিয়াছ দান সেতো দেবে তার
প্রতিদান,
ভালোবাসকিনা জানতে চাইনি প্রিয়সী শুধু
বুঝতে চাই তুমি কতটা তাহার মূল্যবান।
প্রেমেই সুখ প্রেমেই দুঃখ, জন্ম-মৃত্যু সাক্ষি
অলিক-সত্য অনন্তে তুমি বেদনা বিলাসী।
আবেগ দিয়ে হয়না কখনো কাজের সম্মান,
দুদিনের পড়শিদের ছাড়া পেয়েছে কি কেউ
আহছান।।
আমিও ঠিক তোমাদের মত মাটির মানু্ষ,
নিজেই ভাবি নিজের মত ভাইয়ের কাছে
ভাইয়ের সম্মান।
বন্ধুত্বেই মিত্রতা বন্ধুত্বেই শত্রুতা হবে
আজীবন,
কালের সাপেক্ষে বন্ধুত্বেই বাড়ে রিলেশন
যদিও ক্ষ্ণিকের বিভাজন।
আমি তোমারে করিনা অব-ক্ষিপ্তের নিন্দা
ভুলের অনুতাপেরর অবগাহনে তুমি আমি
পুড়ব কিছু কালক্ষণ।