দৃষ্টি নবরত্ন মন্দিরের পাশে বৈশাখের অনুষ্টানে
তব পড়ল তোমার পায়
দুধে আলতা গায়ের বরণ তাতা থৈথৈ.......
ধিনতা তানা না না...বাঁজল পায়ে গাঁথনে গানে
অবিরাম ঝনঝন শব্দে চলমান ঘণ্টায়।
বাঁজায়ে আবার বাঁশির সুরে বাসরিয়া তুমি কানাই
রাধিকার ডাকে সুরাসুর তুমি খেলিছ যেন মনের
মতন;
বাঁজায়ে ঢোল, গুণকীর্তন, যপিল তোমার নাম
রাধা বলে কে বাঁজায় বাশি আমি তারে খুঁজি
হারায়ে উতলা মন।
পাড়াপড়শি সকলে বলে আমি তোমায় ভালবাসি,
তোমারে না পেলে মরতে হবে গলায় দিয়ে ফাঁসি;
তোমায় ছাড়া যেন সবি ফাঁকা সাধের ধরাধাম।।