আমরা কবিতায় ভাবের গাঢ়তা খুঁজি ,ছন্দ মিলের ত্রূটি খঁজি
সুন্দর মন্তব্যের আশায় থাকি ...
সংখ্যা আধিক্যের মন্তব্যে গড়া কবিতায় আশি হাজারের ভুল
নাই কোন কবিতা ভাবের মিলের বিন্যাস,মাত্রা চরণের, সমাবেশ দেখি শুধু কবিতায় ব্ড় ছোট লাইনের ...
বলিনি আগে করেছি ছোট কিছু মন্তব্য প্রকাশনায় প্রকাশ করেই
নিয়ে চলে যাচ্ছি ভুলে মিশ্রিত ...কবিতার পাহাড় ১০০ থেকে হাজার
কবিতায় আমাদের গন্তব্য।
আবার কিছু লাল,নীল, সাদা পোকাও দেখেছি এই আসরে যারা বড় হয়েও অন্যের কবিতায় লেখা চরণ ধার করে অবিরত।।
তারা আসলে বই পোকার মত কবিতার পোকা ...অন্যের কবিতায় চরণ পড়ে ...নিজে নামে ভাষায় শব্দের গাঠনিক পরিবর্তন আনে ।।
তাই কবিতা প্রকাশে আনু-পদিক কবিকে পাশে পেয়েও লাগে দুর্বলতা
অনেক ভাল সম্মানিত কবি আছেন এই আসরে তাদের নিয়ে বলব
তাই আসুন যদি কবিতায় বিকাশ চান ...নিজের মাথা খাটান অন্যের
কবিতা পড়ে শব্দ চুরি নয় ...কবিতা বিকাশে ভাল মনের ভাবুক উপলব্ধি থাকতে হ্য় ...
এডমিনকে বলে কিবা হবে আমরা যদিনা হই বিরত...
কবি মনে জাগুক সবার বসন্ত ...চুরি বিদ্যায় ,ধার করা কবিতা থেকে
দূর হয়ে কবি মনকে করি প্রাণবন্ত।।