ও ভাই পিরিতি ভালোনা তাইত আমি ও ঘাটে আর পা বাড়াব না।
মানুষ প্রেম বোঝেনা এই জগতে কি হবে আর গা ভাসিয়ে আমার খেয়া নৌকা রসের তরি ডুবে চলুক
মাঝ নদে তবু আমি যাবনা;
ঔ ঘাটে ও ঘাটে আর পা বাড়াব না।
তিন কাঠের এই নৌকা খানি যার জোড়ায় জোড়ায় উঠে পানি আমার ভরা নৌকা ভাটি গাঙে ডুবেও না ডুবে আমি যাবনা।
ঐ ঘাটে তাইত ও ঘাটে আর পা বাড়াব না।