জীবন চল ছুটে অনন্ত তটে মোর ললাটের অকিঞ্চিত অকুণ্ঠ প্রেমের দায় ফুল ফুটেছে তাই রূপিণী রূপায়ণ করে প্রেমের সঞ্জীবনী।
জীব জীবনের তরে করে যায় কত দিন রাতের খাটুনি
মিথ্যে প্রবঞ্চনায় প্রীতিলতা জড়িয়ে আছে ভৈরবীর রাগ নিয়ে কিরাইত।
চতুর্দিকে শুধু হতাশার জাল বুনেছে পুরোহিত অনেক শ্রদ্ধাভাজন ঞ্জানবান পণ্ডিত যদি দিত আমায় এক পেয়ালা বিষ আমি পিরিতের সুধা মনে করে করতাম পান।
আমি আজব লিলা দেখে আসলাম নদীর কিনারায় গুরুজি অসাধনে মানুষত আজব হবেই কারণ শাস্ত্র ঘেটে পাই ৮৪ লক্ষ বছরের সাধনায় আজব লিলায়
ভরা মাটির দেহ রসের হাড়ি ৭২ হাজারো নাড়ি তার সাথে ৪৯ বায়ু হৃদয় পুরে স্রষ্টা নিজেই ধ্যান করে, মণিচন্দ্র কাম বায়ুতে উল্টা হইয়া প্রেমের টান মারে।
তারায় তারায় করে খেলা মনের মাঝে সেতারা বাঁজে প্রেমেরো বাগানে যেন নতুনে মুকুল ধরছে।
তোমার ঘর তোমার বাড়ি তোমার পরি খাই আমার মত হতভাগা এই জগতে নাই।
শুধু একটাই মিনতি প্রেমের ওই খেয়া ঘাটে মায়াজালে যদি যাত্রিদের ভিড়ে পিছে পড়ে যায় তুমি ঘুম ভাঙিয়ে আমায় সঙ্গে করে নিও।