আপনাকে আপনি একটি বাচ্য বলি
মারতে চেওনা বাঁচিয়ে রেখ দিয়ে হলেও বুলি;
ভালোবাসার নামে ছন্দপতন বিশেষণ হলেও
প্রেমের বাজারে প্রেমিক প্রেমকে দিবে গালি।  

অভিনব মন বিদায় দিতে চেয়েও পারেনা
কারণ বিচ্ছেদের ভিড়ে প্রেমের নেশা মরেনা;
নিত্যের বসুন্ধরায় মানুষ মরে যাবে তবুও
সুখের আশা ছাড়েনা।

সেই সব প্রেমিক প্রেমিকাদের ভিড়ে আমিযে
এক অকিঞ্চিত অকচ,
অচাঞ্চল্য কাজের ভিড়ে কেউ খোঁজ়ে অদ্ভুত
অনালোচ্য আফসোস।

চঞ্চল এই পৃথিবিতে-
অনু-সূচক অহিচ্ছত্রক ড-ভেঞ্চার পাগল পাগলীরা
আছে বলেই জগতে মানুষ আজ জ্ঞানে মানে উচল।
বেপোরোয়া প্রেম যেমন পাগলের দলে নাম লেখায়
তেমনি শূন্য প্রেম জিন্দা লাশের অনুভূতি বোঝায়।
নির্বিশেষে-
যার অন্তরের প্রেম মারা গেছে সে বেঁচে থাকা
আর জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা সমান কথা।